Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাকে অবমাননা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর উপজেলা আ.লীগ সংবাদ সম্মেলন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহরের শহীদ তুলশীরাম সড়কে সৈয়দপুর উপজেলা আ.লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সৈয়দপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদল বলেন, সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের নাম জাতীয় ও স্থানীয় শহীদ রাজনীতিবিদ ও সমাজসেবকের নামে নামকরণ করা হয়।
অথচ দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প, কলকারাখানার সাইনবোর্ডসহ বিভিন্ন কাগজপত্রে এসব সড়কের নামকরণ ভিন্ন ভিন্ন নামে উপস্থাপন করা হচ্ছে। এ অবস্থায় স্থানীয় শহীদ পরিবারের পক্ষ থেকে বিষয়টি একাধিকবার লিখিত ও মৌখিকভাবে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার মেয়রকে অবহিত করা হয়েছে। কিন্তু তারপরও সড়কগুলোর প্রকৃত নামের পরিবর্তে পৃথক পৃথক নামে বিকৃতভাবে উপস্থাপনের বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি সংশ্লিষ্ট দফতরগুলো থেকে।
এ অবস্থায় ২ মার্চ শহীদ ডা. জিকরুল হক পরিবারের এক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মো. তামিম রহমান সড়কগুলোর নাম বিকৃতির বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটার্স দেন। আর তার ওই স্ট্যাটার্সটি দেয়ার পর পরই জনৈক আশিকুজ্জামান আশিক এবং জাইন ইমাম তার ফেসবুক আইডির কমেন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে অবমাননা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার হুমকি দিয়ে নানা রকম মন্তব্য লিখেন। আর এ মন্তব্যটি তামিম রহমানের মাধ্যমে স্থানীয় আ.লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। এ অবস্থায় তারা এ ঘটনায় তীব্র ক্ষোভ নিন্দা জ্ঞাপন করেছেন। এছাড়াও এ ঘটনায় সৈয়দপুর উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. মাসুদুর রহমান লেলিন বাদী হয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আ.লীগ সভাপতি মো. রফিকুল ইমসলাম বাবু, আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে সৈয়দপুর উপজেলা ও পৌর আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ