পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের সংক্রামণে ঢাকায় তিনজনের শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করছে বিএনপি। গতকাল সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠকে বসে। কমিটির সদস্যরা বৈঠকে করোনাভাইরাসের সংক্রামণে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে দলের ‘করণীয়’ নির্ধারণ করছেন বলে জানা গেছে। বৈঠকের ফাঁকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, বৈঠকের সিদ্ধান্ত আজ মঙ্গলবার সকাল ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করে গণমাধ্যমকে জানাবেন।
তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামে যে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিলো তা স্থগিত করা হয়েছে। সেলিমা এই সংগঠনের আহবায়ক। গুলশানে চেয়ারপারনের কার্যালয়ে রাত সাড়ে ৭টায় স্থায়ী কমিটির এই বৈঠক বসে, লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে সভাপতিত্ব করছেন।
বৈঠকে মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।