Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন

প্রেসক্লাবে নাসিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০০ এএম

আওয়ামী লীগের সভাপতিন্ডেলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নারীর ক্ষমতায়ন চাই, কিন্তু পাপিয়ার মতো কোনও দুর্বৃত্তের যেন জন্ম না হয়। তিনি বলেন, পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আজ নারী দিবস। এটি একটি বড় দিন। শেখ হাসিনা আছেন বলেই নারীদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়েছেন। আমরা মনেপ্রাণে নারীর ক্ষমতায়ন চাই, কিন্তু পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নের যুগেও যখন শুনি নারী নির্যাতন হয়েছে, তখন কষ্ট লাগে, দুঃখ লাগে। শেখ হাসিনাবঙ্গবন্ধুর বাংলাদেশে কেন নারী নির্যাতন হবে। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি এই পাশবিক নির্যাতন যারা করে, তাদের দ্রুত বিচার আইনের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে বিচারকার্য করেন। প্রয়োজনে ফাঁসি দেন। তিনি আরও বলেন, দেশে সব ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশে আজ প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকার নারী। আমি চাই প্রেসিডেন্টও একজন নারী হোক এই অপেক্ষায় আছি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা আরিফা জাহান মৌসুমী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চিত্রনায়িকা রঞ্জিতা, ড. আবু হেনা মোস্তফা কামাল, চিত্রপরিচালক রফিকুল ইসলাম বুলবুল, আরিফা সুলতানা দীপা, এম.এ মিলন-সহ সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাপিয়া

২৩ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ