Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুই মামলায় জিকে শামীমের জামিন বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০০ এএম

মাদকের মামলায় গোলাম কিবরিয়া শামীমের (জিকে শামীম) জামিন আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি রেজাউল হক এবং বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বিচারতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি এসএম মুজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ অস্ত্র মামলায় তাকে জামিন দেন। এ নিয়ে দুটি মামলায় তার জামিন আদেশ বাতিল হলো। দুটি মামলায় সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা এবং ফজলুর রহমান খান।
তবে দুর্নীতি দমন কমিশন আইন (দুদক) এবং অর্থ পাচার আইনে আরো দুটি পৃথক মামলায় গ্রেফতার থাকায় দুই মামলায় জামিন নিয়ে কারামুক্ত হতে পারেননি শামীম।
প্রসঙ্গত ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে গত বছর ২০ সেপ্টেম্বর ঢাকার নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশী মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হন জিকে শামীম।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ মামলা করে। জিকে শামীম এখন কেরাণীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ