Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের বিরুদ্ধে কঠোর ফেসবুক

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ভয়ংকর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের নাম-নিশানা মুছে দিতে অনড় অবস্থান নিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। জঙ্গিগোষ্ঠীটি আইসিস বা আইএস নামে পরিচিত। সম্প্রতি আইসিস নামযুক্ত এক নারীর কাছে তাঁর পরিচয় নিশ্চিত করার জন্য প্রমাণ (আইডি) চায় ফেসবুক কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের ব্রিস্টলের ওই নারী এত দিন ফেসবুকে আইসিস ওরসেস্টার নামে ছিলেন। গত ২৭ জুন তিনি নাম তাঁর পরিবর্তন করে আইসিস থমাস করার জন্য ফেসবুকে অনুরোধ পাঠান। এরপর ফেসবুক কর্তৃপক্ষ ওই নারীর কাছে এক বার্তা পাঠিয়ে বলেছে, আইসিস নাম ফেসবুকে চলবে না। এটা নীতিমালার সঙ্গে যায় না। এর আগেও আইসিস বা আইএস নাম দিয়ে যাঁরা অ্যাকাউন্ট খুলেছেন, পরবর্তী সময়ে তা বন্ধ করে দিয়েছে ফেসবুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসের বিরুদ্ধে কঠোর ফেসবুক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ