Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে বাগসবিডি

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শওকত আলম পলাশ
ব্যবস্থাপনার অপ্রতুল জ্ঞানের ও দূরদর্শীতার অভাবে যারা সাইবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং এই খাতে বিনিয়োগ করে বা করার জন্য দ্বিধা- দ্বন্দে ভুগছেন তাদের জন্য প্রথমবারের মত স্বল্প খরচে কার্যকরী সমাধান দেওয়ার প্রত্যায় নিয়ে এলো বাগসবিডি। দেশি বিদেশি মিলিয়ে ১০০ জনেরও বেশি সাইবার সিকিউরিটি স্পেশালিষ্টের তত্ত্বাবধানে দেশের সরকারি-বেসরকারি সবধরনের সাইবার নিরাপত্তা প্রদানে প্রস্তুত এই প্রতিষ্ঠান। আপনার সাইবার নিরাপত্তা সহযোগী(ণড়ঁৎ ঈুনবৎ ঝবপঁৎরঃু চধঃহবৎ) এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি মতিঝিলে সাধারণ বিমা ভবনের চতুর্থ তলায় অবস্থিত বাগসবিডি এর নিজস্ব কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগসবিডি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ড.তৌহিদ ভুঁইয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাগসবিডি লিমিটেড এর প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও)তানজিলা ফারাহ, নিরাপত্তা বিশেষজ্ঞ মারুফ হাসান, নিরাপত্তা গবেষণাকারী  মনিরুজ্জামান সজলসহ বাগসবিডি’র কর্মীবৃন্দ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. তৌহিদ ভুঁইয়া বলেন, দেশে সরকারী হিসেব মতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি। গ্রাহকদের চাহিদার দিক বিবেচনা করে দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই অনলাইনে লেনদেন করার ব্যবস্থাও চালু করার চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে সাইবার ঝুঁকির ভয়াবহতা একটি মুখ্য চিন্তনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাইবার হামলায় যেকোনো প্রতিষ্ঠানের বড় অঙ্কের লোকসান হওয়ার সম্ভাবনা থাকে বলেই অনেক বিনিয়োগকারী প্রযুক্তি খাতে বিনিয়োগে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান, দক্ষ জনশক্তির অভাব এবং নিরাপত্তা সচেতনতার অভাবে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই ভবিষ্যৎ সমাধানের কথা বিবেচনা না করে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনেক দামী, কিন্তু স্বল্প কার্যকরী সমাধান নিচ্ছেন। ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলায় সরকারের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পরেও “সাইবার হামলা” ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে একটি বড় হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। সাইবার অপরাধীরা সহজেই যেকোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক উপাত্ত, অভ্যন্তরীণ তথ্য হাতিয়ে নিতে পারে। এমনকি সরকারি প্রয়োজনীয় তথ্য এবং নথি চুরি করে প্রকাশ করাও তাদের কাছে কয়েক মুহূর্তের ব্যপার। বিগত কয়েক বছরে সাইবার ঝুঁকির কারণে দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমাদের সকলেরই জানা আছে। তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের সাইবার নিরাপত্তাকে আরেক ধাপ এগিয়ে নিতে কাজ করছে বাগসবিডি। বাগসবিডি লিমিটেড এর প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও)তানজিলা ফারাহ বলেন, বাগসবিডি অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে এবং সমাধান প্রদানের লক্ষ্যে ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ করে দিচ্ছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইট বাগসবিডি’র সাইবার সিকিউরিটি টিম নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং ওয়েবসাইটের দুর্বলতাগুলোকে খুঁজে বের করে উক্ত সমস্যার সমাধানসহ কোম্পানি ম্যানেজমেন্টকে বিস্তারিত রিপোর্ট প্রদান করবে। তিনি বলেন, বাগসবিডি থেকে সেবা পাওয়ার পূর্বে গ্রাহকদের কোন অর্থ প্রদান করতে হবেনা উপরন্তু রেজিস্ট্রেশনও সম্পূর্ণ বিনামূল্যে । শুধুমাত্র প্রাপ্ত ত্রুটির উপর ভিত্তি করে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে। গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে তিনি আরও বলেন, অন্যান্য প্রতিষ্ঠান থেকে সাইবার নিরাপত্তা সেবা গ্রহণের প্রথম শর্ত হিসেবে গ্রাহককে তাদের মৌলিক তথ্য বা অবকাঠামোগত তথ্য প্রদান করতে হয়, যা প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। কিন্তু আমাদের বেলায় তা করতে করতে হবে না। সেই সাথে গ্রাহক যতদিন আমাদের সাথে নিবন্ধিত থাকবেন ততদিন সেবা গ্রহণ করতে পারবে। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী প্রতিবেদনে প্রতিষ্ঠানে দুর্বলতা এবং যথাযথ সুপারিশ দেওয়া হবে। সাইবার অপরাধ ও ব্যবসা নিরাপত্তার প্রয়োজনীয়তার উপর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের নিরাপত্তা স্ক্যান সেবা বাংলাদেশের বাজারে অত্যন্ত সম্ভাবনাময় । গ্রাহকের অনলাইন সেবার যথোপযুক্ত নিরাপত্তায় ইটএঝইউ এর সেবা এক অনন্য ভূমিকা পালন করবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে বাগসবিডি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ