Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা গেল মেয়েটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:৫২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে হেঁটে স্কুলে যাওয়ার পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ভ্যানস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মৃত কানিস ফাতিমা কনা উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের ফজলুর রহমানের মেয়ে। সে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির 'ক' শাখার মেধাবী ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে আসার জন্য বাড়ির কাছ থেকে অটোরিকশায় উঠে কনা। এর পর প্রায় চার কিলোমিটার পথ পেরিয়ে তাড়াশ ভ্যানস্ট্যান্ডে নামে সে।

সেখান থেকে হেঁটে বিদ্যালয়ে আসার পথে সকাল ৮টা ২০ মিনিটে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে এসে হঠাৎ করেই মাটিতে পড়ে যায় সে।

এ সময় তার নাক-মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। পথচারীরা কনাকে দ্রুত তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক খায়রুল বাশার বলেন, ময়নাতদন্ত ছাড়া কনার মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ