Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটচাঁদপুরে অস্ত্র-গুলিসহ শিবির ক্যাডার গ্রেফতার

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কুষ্টিয়া স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কোটচাঁদপুরে আকরাম হোসেন (২৫) নামে এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর কামিল মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে অস্ত্র, গুলি ও বই উদ্ধার করা হয়। আকরাম একই উপজেলার অ্যাড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন চৌধুরী বলেন, ভোরে নাশকতা সৃষ্টির জন্য ৮-১০ জন শিবির ক্যাডার ওই মাদ্রাসায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আকরাম নামে এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি শাটারগান, রাইফেলের ১০টি গুলি, তিনটি রামদা, একটি চায়নিজ কুড়াল, একটি হাঁসুয়া ও ১৫টি বই উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ