Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শপথ নিলেন রাজশাহীর ১৩ ইউপি চেয়ারম্যান

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দূর্গাপুর ও চারঘাট উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
শপথ নেওয়া দূর্গাপুর উপজেলার চেয়ারম্যানরা হলেন- জয়নগর ইউপির সমসের আলী, পানানগরের আজাহার আলী, ঝালুকার মোজাহার আলী মণ্ডল, কিশমতগণকৈড়ের আফসার আলী, মাড়িয়ার হাসান ফারুক ইমাম, দেলুয়াবাড়ির রিয়াজুল ইসলাম ও নওপাড়ার সাইফুল ইসলাম।
চারঘাট উপজেলার শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- সদর ইউপির মোজাম্মেল হক, ভায়ালক্ষ্মীপুরের শওকত আলী, ইউসুফপুরের শফিউল আলম, নিমপাড়ার মনিরুজ্জামান, শলুয়ার জিয়াউল হক ও সরদহের হাসানুজ্জামান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, রাজশাহী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি) দেওয়ান শাহরিয়ার ফিরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) পারভেজ রায়হান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ