Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে মাহেন্দ্র উল্টে নিহত ১

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাট সদর উপজেলার মুরগি পালন কেন্দ্রের সামনে থ্রি-হুইলার (মাহেন্দ্র) উল্টে ইজাজ্জেল হোসেন খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।

আজ সোমবার সকালে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইজাজ্জেল হোসেনের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায়।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজেত আলী বলেন, সকালে যাত্রীবাহী থ্রি-হুইলারটি ফকিরহাট থেকে বাগেরহাট যাচ্ছিল। পথে মুরগি পালন কেন্দ্রের সামনে একটি নছিমনকে সাইড দিতে গিয়ে থ্রি-হুইলারটি রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই থ্রি-হুইলারের যাত্রী ইজাজ্জেল মারা যান। এসময় আহত হন আরো আট যাত্রী।

তিনি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ