Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল আইতে ছোটকাকু সিরিজের ৫ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মার্চ মাসজুড়ে চ্যানেল আইতে থাকছে নানা আয়োজন। এসব আয়োজনের মধ্যে রয়েছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ছোটকাকু সিরিজের ৫টি চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিগুলো নিবেদন করেছে গ্রামীণফোন। আফজাল হোসেন এই চলচ্চিত্রগুলো পরিচালনার পাশাপাশি ছোটকাকু চরিত্রে অভিনয়ও করেছেন। ছবিগুলোতে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। এ ধারাবাহিকতায় ১০ মার্চ দেখানো হবে ‘এবারের সাভারে’, ১৭ মার্চ ‘রাজশাহীর রসগোল্লা’, ১৪ মার্চ ‘কক্সবাজারের কাকাতুয়া’ এবং ৩১ মার্চ দেখানো হবে ‘ঢাকবাজলো ঢাকায়’। যথাক্রমে দেখানো হবে প্রতি মঙ্গল দুপুর ৩.০৫ মিনিটে। এর মধ্যে ৩ মার্চ দেখানো হয়েছে ‘রাত বিরাতে সাতক্ষীরাতে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ