Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চে ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ান্স’ অষ্টাদশ সিজনের প্রিমিয়ার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

কার্ডাশিয়ান পরিবারের রোমাঞ্চকর নাটকীয়তা নিয়ে ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিন্স’ রিয়েলিটি শোয়ের অষ্টাদশ মৌসুম শুরু হবে এই মার্চে। এরই মধ্যে প্রোমো দেখানো শুরু হয়েছে যাতে দুই কার্ডাশিয়ান বোন ক্লোয়ি আর কোর্টনিকে ঝগড়া করতে দেখান হচ্ছে, এই সময় কিম রান্নাঘরে তাদের দেখছিলেন। ক্লোয়ি রুক্ষভাবে কোর্টনিকে জিজ্ঞাসা করছিলেন : “তোমার এতো ঢঙ কেন?” “যাতে তোমার কোনও কাজ নেই তাতে নাক গলাতে এসো না,” কোর্টনি জবাব দেন। “তাহলে আমার সামনে এমন কথা উচ্চারণ করবে না,” ঝাঁজের সঙ্গে ক্লোয়ি বলেন। পরে কিম ক্লোয়িকে তার প্রাক্তন প্রেমিক ট্রিস্টান থমসনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার কথা বলেন। “তুমি তো আমাকে অবাক করে দিচ্ছ : জেনে রাখ ট্রিস্টান আজ ডিনারে আসছে,” কিম বললে ক্লোয়িকে বিষম খেতে দেখা যায়। এ পর্যন্ত সফল ১৭টি মৌসুম শেষ করেছে ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিন্স’। গত বছর শেষ দুটি মৌসুম প্রচারিত হয়। ‘দ্য টুনাইট শো’র সঞ্চালক জিমি ফ্যালনকে কিম কিছু দিন আগে জানিয়েছিলেন ১৮তম মৌসুম নিয়ে কার্ডাশিয়ান পরিবারে ফিরবে। তিনি জানান ‘কার্ডাশিয়ান-জেনার পরিবার গত ডিসেম্বর থেকে শুটিং শুরু করেছে। কার্ডাশিয়ান বোনদের বাবা ব্রুস লিঙ্গ পরিবর্তন করে বর্তমানে কেইটলিন জেনার। সেই হিসেবে জেনার পরিবার এই রিয়েলিটি শোয়ের অংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ