রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় সাজেদা বেগম নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী মো. সুজন পালাতক রয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়া আলাউদ্দিনের মালিকনাধীন ভাড়া বাড়ির ২ তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সাজেদা বেগমের (২২) গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। বর্তমানে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করত। তার স্বামীর নাম মো. সুজন। তবে পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানতে পারেনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আসাওয়াত জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহত সাজেদা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতে যে কোন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ফ্ল্যাটের দরজা খোলা ছিল। ঘটনার পর থেকে তার স্বামীও পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
ময়না তদন্তের জন্য লাশটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।