Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

টিপু আলম মিলনের লেখা বৈশাখীতে নতুন দুই ধারাবাহিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

বৈশাখী টিভিতে শুরু হয়েছে নতুন দুই ধারাবাহিক নাটক। একটি দীর্ঘধারাবাহিক অপরটি পাক্ষিক।সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় দীর্ঘ ধারাবাহিকটির নাম ‘স্বপ্ন আড্ডা’ এবং মহিন খানের পরিচালনায় পাক্ষিক ধারাবাহিকটির নাম ‘শর্টকার্টে শিল্পী’। নাটক দুটির গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। স্বপ্ন আড্ডা প্রচার হবে সপ্তাহে তিন দিন মঙ্গল থেকে বৃহস্পতি রাত ৯.২০: মিনিটে আর শর্টকার্টে শিল্পী নাটকের প্রচার রাত ৮.৪০মিনিটে। ‘স্বপ্ন আড্ডা’ নাটকের নাট্যরূপ দিয়েছেন আহসান আলমগীর আর শর্টকার্টে শিল্পী নাটকের নাট্যরূপ দিয়েছেন আকাশ রঞ্জন। স্বপ্ন আড্ডা নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, হোমায়রা হিমু, এ্যানি খান, ম ম মোরশেদ, এভ্রিল, জামিল হোসেন, মিলন ভট্ট, রুমি, রাশেদ মামুন অপু, হিরা, সুজাত শিমুল প্রমুখ। শর্টকার্টে শিল্পী নাটকে অভিনয় করেছেন জামিল, সজল, নাসির, তানহা তাসনিয়া, দীপ, শারমিন আখি, ইশতিয়াক ও মিরাক্কেল খ্যাত তিনজন। ‘শর্টকার্টে শিল্পী’র কাহিনী স্বাপ্নিক তিন যুবকের শর্টকার্টে বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে সাজনো হয়েছে। টিপু আলম মিলন বলেন, শিল্পী হতে গেলে সাধনা লাগে। কিন্তু এখন অনেকটাই ভিন্নচিত্র চোখে পড়ে। নানা উপায়ে শর্ট কার্টে শিল্পী হয়ে যায়। যারা দ্রæত শিল্পী হয় তারা দ্রæতই ঝরে পড়ে। এমন বিষয়টিকে সামনে রেখেই নির্মিত হয়েছে শর্টকার্টে শিল্পী নাটক। তিনি বলেন, আমার লেখা বিগত দিনের নাটকের মতো এ দুটি নাটকও দর্শকপ্রিয়তা পাবে বলে মনে কির।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ