Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দেশীয় শিল্পের স্বার্থ রক্ষার তাগিদ’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে গতকাল বুধবার এক সেমিনারে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণের উপর তাগিদ দিয়েছেন বক্তাগণ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির যৌথ উদ্যোগে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ও সরকারের সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম। এতে চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ ও প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তপন কান্তি ঘোষ বলেন, দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণের মৌলিক দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে কমিশন বহুপাক্ষিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাণিজ্য সংক্রান্ত চুক্তি এবং শুল্ক সম্পৃক্ত বিষয়গুলোর উপর পর্যালোচনাপূর্বক সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্যকে অত্যন্ত কঠিন ও তীব্র প্রতিযোগিতামূলক উল্লেখ করে অসাধু বাণিজ্য প্রতিকারের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ রক্ষার্থে ডাম্পিং বিরোধী শুল্ক, কাউন্টারভেইলিং শুল্ক এবং সেইফগার্ড মেজারসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বলে উল্লেখ করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা ও বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে কমিশনকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। সেমিনারে বক্তাগণ নগদ প্রণোদনা, কস্ট অব ডুয়িং বিজনেস, নিয়মিত তথ্য শেয়ারিং, জিএসপি প্লাসের আগাম প্রস্তুতি, যৌক্তিক শুল্কারোপ, ব্যাকওয়ার্ড লিংকেজ সুবিধা, নীতির স্থায়ীকরণ, দক্ষ মানবসম্পদ তৈরী, সমন্বয় সাধন, ই-কমার্স বিকাশ, ৪র্থ শিল্প বিপ্লব, গবেষণা, ভ্যাট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্প

২১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ