পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দিল্লীতে নির্বিচারে মুসলিম গণহত্যা, মসজিদ মাদরাসা ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে গতকাল বাদ জোহর ফেনী জেলা হেফাজতে ইসলাম এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফেনী জেলা হেফাজতের সহ-সভাপতি মাওলানা সাইফুউদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা হেফাজতের সহ-সভাপতি মাওলানা শিব্বির আহম্মদ, সাধারণ সম্পাদক মুফতী রহীম উল্লাহ কাসেমী, সহ-সাধারন সম্পাদক মুফতী ইলিয়াছ বিন নাজেম,মাওলানা জাফর আহম্মদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উপদেষ্টা মাওলানা আবদুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাওলানা একরামুল হক ভূইয়া প্রমুখ।
বক্তাগণ বলেন, মুজিববর্ষে মোদির বাংলাদেশ সফর বাতিল করে মুসলমানের ঈমানী দায়িত্ব পালন করুন। না হয় আগামী ১৭ মার্চ আল্লামা আহমদ শফী ও ওলামায়ে কেরামের নের্তৃত্বে এক্যবদ্ধ হয়ে বাংলার জনগণ ঢাকা বিমান বন্দর ঘেরাও করে মোদিকে এদেশ থেকে বিতাড়িত করবে। ভারতে কোন হিন্দু-মুসলিম দাঙ্গা হচ্ছে না। রাষ্ট্রের সহযোগিতায় মুসলিম নিধন চলছে। মোদি সরকার স্বপ্ন দেখছেন গোটা ভারতবর্ষ থেকে মুসলমান শূণ্য করবে। কিন্তু তিনি জানেন না একসময় এই ভারত মুসলমানরা শাসন করেছিল। ভারতের মুসলমানরা যেমন কালেমা পড়ে মুসলমান হয়েছে তেমনি বাংলাদেশের মুসলমানরাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং নিরীহ মুসলমানদের উপর জুলুম নির্যাতনের জবাব দিতে প্রয়োজনে যুদ্ধের ডাক দেওয়া হবে।
বক্তাগণ প্রধানন্ত্রীর কাছে দাবি জানান, মুজিববর্ষ উপলক্ষে ভারতের মোদি সরকার যদি বাংলাদেশে আসে তাহলে বাংলার জনগণ আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। কারন নরেন্দ্র মোদি ও অমিত সাহার রাষ্ট্রীয় সিদ্ধান্তেই মুসলমানদের উপর নির্বিচারে নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছে। মসজিদ, মাদরাসায় অগ্নিসংযোগ ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আজীবন দলমত নির্বিশেষে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে ছিলেন। আপনিও তার ধারাবাহিকতা বজায় রাখবেন। মুজিববর্ষে মোদির বাংলাদেশ সফর বাতিল করে মুসলমানের ঈমানী দায়িত্ব পালন করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।