Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ দূষণ উত্তরা ও বারিধারায় ডিএনসিসির অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর উত্তরা ও বারিধারার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এসময় বিভিন্ন অপরাধে ৮৫ হাজার টাকা জরিমানা, ৩৫৩ ড্রাম কেমিক্যাল এবং ১১২ বস্তা দাহ্য পাউডার জব্দ ও দুটি অবৈধ কেমিক্যাল গোডাউন সিলগালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে পরিচালিত দুটি অভিযানে জরিমানা করা হয়েছে।

জানা গেছে, উত্তরা ৪, ৬ ও ১০ নম্বর সেক্টরে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা ও পরিবেশ দূষণ করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী তিনটি হোল্ডিংকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। এ ছাড়া ১০ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় একটি ভবনে একই মালিকানাধীন দুটি অবৈধ কেমিক্যাল গোডাউন আরএইচএস করপোরেশন এবং হাওলাদার ডাইস কেমিক্যাল সিলগালা করা হয়। গোডাউন দুটির ৩৫৩ ড্রাম কেমিক্যাল এবং ১১২ বস্তা দাহ্য পাউডার জব্দ করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বারিধারা আবাসিক এলাকায় অবৈধভাবে ফুটপাত ও রাস্তার ওপর বালু, ইট, পাথর ইত্যাদি নির্মাণসামগ্রী রেখে পরিবেশ দূষণের অপরাধে একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। এ ছাড়া ফুটপাত দখল করে কুকুর-বিড়ালের আবাসস্থল নির্মাণ, নোংরা, দুর্গন্ধময় করার অপরাধে এক বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য মুচলেকা নেয়া হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ