Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিভি থেকে ডিজিটালে ‘বেহাদ ২’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

সোনি টিভিতে ২০১৬তে শুরু হয়ে ২০১৭’র শেষে বন্ধ হয়ে যায় ‘বেহাদ’ সিরিয়ালটি। তুমুল জনপ্রিয়তা না পেলেও বিপুল দর্শক সিরিয়ালটি উপভোগ করেছে, বিশেষ করে মায়ার ভূমিকায় জেনিফার উইঙ্গেটের অভিনয় দর্শকরা মনে রেখেছে। মায়া চরিত্রটির কারণেও নির্মাতারা সিরিয়ালটিকে ‘বেহাদ ২’ নামে ফিরিয়ে আনে। প্রথম দিতে কিছুটা জনপ্রিয়তা আর দর্শক আগ্রহ সৃষ্টি করতে পারলেও টিআরপি ধরে রাখতে পারেনি ‘বেহাদ ২’ তাই চ্যানেলটি বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলে রাতারাতি। আশার কথা হল ডিজিটাল প্ল্যাটফর্মে সিরিয়ালটির কাহিনী এগিয়ে যাবে। সুতরাং সিরিয়ালটির ভক্তদের নিরাশ হবার কিছু নেই। কিন্তু বৃহত্তর স¤প্রচার মাধ্যম থেকে নামিয়ে স্ট্রিমিং মাধ্যমে সিরিয়ালটিকে কেন সরিয়ে নেয়া হল? বিশেষ করে যেখানে মায়া চরিত্রটি এখনও আছে। দর্শক ও বিশেষজ্ঞদের মতে মায়া জয়সিং চরিত্রটির প্রত্যাশা মত নিষ্ঠুর নয়, তাই তার কাজ আর সিরিয়ালটি দেখতে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলেছে। জানা গেছে টিভিতে ‘বেহাদ ২’র শেষ পর্ব প্রচারিত হবে ১৩ মার্চ। তারপর ডিজিটাল মাধ্যমে মায়া এমজের ওপর প্রতিশোধের কার্যক্রম চালিয়ে যাবে। জেনিফার ছাড়া সিরিয়ালটিতে অভিনয় করছেন আশিস চৌধারি এবং শিবিন নারাঙ। এর মধ্যে গুজব রটেছিল জেনিফার সিরিয়ালটি ছেড়ে দেবেন, তা সম্ভবত শুধু গুজব। হর্ষদ চোপড়া সিরিয়ালটিতে যোগ দেবেন বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ