Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার প্রভাসের নায়িকা দীপিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ৭:২৭ পিএম

সম্প্রতি বাহুবলী নায়ক প্রভাসকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। পরিচালক নাগ অশ্বিনের পরবর্তী ছবিতে প্রধান চরিত্রে তিনি থাকছেন। এখন শোনা যাচ্ছে, এই দক্ষিণী ছবিতে প্রভাসের বিপরীতে নায়িকা হতে পারেন দীপিকা পাড়ুকোন।
নাগ অশ্বিন দক্ষিণ ভারতে বড় নাম। তার আগের ছবি ‘মহানতি’ বক্স অফিস হিট তো বটেই, তিনটি জাতীয় পুরস্কারও জিতেছিল। আর ‘বাহুবলী’র পরে প্রভাসের জনপ্রিয়তা নিয়ে কারও সন্দেহ নেই। দীপিকা রাজি হলে, ছবিটি নিয়ে দর্শক নিঃসন্দেহে আগ্রহী হবেন।

বলিউডের প্রথম সারির নায়িকারাও ক্রমশ দক্ষিণী ছবির দিকে ঝুঁকছেন। আলিয়াকে দেখা যাবে রাজামৌলীর ‘ট্রিপল আর’-এ। এ দিকে আবার প্রভাসও হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রেখে ফেলেছেন। ‘সাহো’র পরে পূজা হেগড়ের সাথে একটি ছবি করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ