পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে। গতকাল সোমবার ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ অধ্যক্ষ এবং পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ সংঘাতে জড়ায়। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপ রয়েছে। তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও কাউকে গ্রেফতার করেনি। ছাত্রলীগ কর্মীরা জানান, রোববার হাসপাতাল ভবনে ক্লাসে যাওয়ার পথে জয়সহ দুই ছাত্রকে চমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল থাপ্পড় মারেন। সেখানে সভাপতি হাবিবুর রহমানও ছিলেন। সালাম না দেয়ায় তাদের থাপ্পড় মারা হয়েছে বলে ওই দুই ছাত্রলীগ নেতা দাবি করেন।
বিষয়টি মৌখিকভাবে চমেকের অধ্যক্ষ শামীম হাসানকে জানান অন্য গ্রুপের শিক্ষার্থীরা।
এ বিষয়ে অধ্যক্ষ গতকাল দুই পক্ষকে তার অফিস কক্ষে ডাকেন। সেখান থেকে বের হয়ে আসার পর এক পক্ষ অপর পক্ষের উপর আবারও হামলা করে। এ সময় দুই পক্ষের হামলা, পাল্টা হামলায় আটজন আহত হয়। উভয় পক্ষ হামলার জন্য একে অপরকে দায়ী করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।