পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা। আগেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আজ সোমবার শুরু হচ্ছে পিসিআর মেশিন বসানোর কাজ। বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা, ফয়সল ইকবাল চৌধুরী বলেন, পিসিআর বসানো হলে আগামী সপ্তাহে নমুনা পরীক্ষা শুরু করা যাবে। ইতিমধ্যে ঢাকা থেকে পাঁচ হাজার কিট এসেছে জানিয়ে তিনি বলেন, এ ল্যাবে টেস্ট শুরু হলে দ্রুত সংক্রমণ ধরা যাবে চিকিৎসাও শুরু করা যাবে। এটি হবে চট্টগ্রামে করোনা টেস্টের দ্বিতীয় ল্যাবরেটরি। গত ২৬ মার্চ থেকে ফৌজদারহাটের বিআইটিআইডিতে টেস্ট শুরু করা হয়।এদিকে করোনা রোগীর চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হচ্ছে দশটি আইসিইউ শয্যা। আজ সোমবার আইসিইউ পরীক্ষামূলক ভাবে চালু করা হতে পারে। তিন বছর গুদামে পড়ে থাকা আরো আটটি আইসিইউ শয্যা বসানো হচ্ছে। ১৮টি আইসিইউ চালু হলে চিকিৎসা সঙ্কট কিছুটা হলেও কমবে।
এ হাসপাতালে করোনা ইউনিটে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। এ পর্যন্ত চট্টগ্রামে ৩৫ জনের সংক্রমণ পাওয়া গেছে। সর্বশেষ মিরসরাই উপজেলার এক নারীর নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি বলেন, ওই রোগী আগে থেকেই সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। তিনি এক সেনা সদস্যের স্ত্রী। ওই সেনা সদস্য মিশনে কর্মরত আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।