Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ইবিতে জাতীয় পতাকা দিবস পালিত

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ৮:৫৩ পিএম

আজ জাতীয় পতাকা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয়। সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুর সহ-সভাপতি আ স ম আব্দুর রব। সেই থেকেই এ দিনে পতাকা দিবস পালন করা হয়।

তাইতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পতাকা দিবস পালন করেছে শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’। দিবসটি উপলক্ষ্যে সোমবার বিকাল সোয়া ৪ টার দিকে ক্যাম্পাসে শিক্ষার্থী ও ভ্যানচালকদের মাঝে পতাকা বিতরণ করে তারা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইজাবুল বারী, সহ-সভাপতি সাদিয়া আফরিন, সাধারণ সম্পাদক সাগর আলী, দপ্তর সম্পাদক মাহাদী হাসান, কোষাধ্যক্ষ রাফিউল ইসলাম, প্রচার সম্পাদক মাশরাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনটির সহ-সভাপতি সাদিয়া আফরিন বলেন, ‘আজ জাতীয় পতাকা দিবস। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ দিবসটি পালন করা হয়না। সর্বস্তরের মানুষের কাছে এ দিবসটি সম্পর্কে জানানোই আমাদের লক্ষ্য ছিল।’

উল্লেখ্য, ‘রং তুলিতে স্বপ্ন বুনি’ স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘বুনন’। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় নানা জনকল্যাণমূলক কর্মকান্ড করে আসছে সংগঠনটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ