পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন-২০২০-২০২১ মেয়াদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। গতকাল রোববার আওয়ামীলীগ এবং বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীরা মনোনয়নপত্র দাখিল করেন। আ’লীগ সমর্থিত ‘সম্মিরিত আইনজীবী সমন্বয় পরিষদ’ মনোনীত সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন। সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মনজরুল হক। এটি ‘সাদা দল’ হিসেবে পরিচিত। বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে (নীল প্যানেল) সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সম্পাদক পদে ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। আইনজীবী সমিতির কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করনে সুপ্রিমকোর্ট বারের সুপারেনটেনডেন্ট বাবু নিমেশ চন্দ্র দাস।
নিমেষ চন্দ্র দাস জানান, সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো রোববার ১ মার্চ সে হিসেবে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল দলের সব প্রার্থীই মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে প্যানেলের বাইরে সহ-সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এবারের মোট ভোটার ৭ হাজার ৭৮১ জন। সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী এ এম আমিন উদ্দিন। আর সম্পাদক পদে জিতেছিলেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।