Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রংপুরে স্কুলছাত্র হত্যা মামলায় দু’জনের ফাঁসি

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরে স্কুলছাত্র হত্যা মামলায় দু’জনের ফাঁসির আদেশ দিয়েছে রংপুর জেলা ও দায়রা জজ আদালত।
দণ্ড প্রাপ্তরা হলেন,নজর মামুদ গ্রামের মোনতাজুল আলী ছেলে লাজু মিয়া (২৭)ও একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রায়হান মিয়া (২৭)।
আজ রোববার দুপুরে বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন। আদালতে প্রমাণ হয় লাজু ও রায়হান ৬ষ্ঠ শ্রেণির ছাত্র স্বপনকে শ্বাসরোধ ও মুখে বিষ ঢেলে হত্যা করে। এ মামলার আরেক আসামি সবুজের বিচার কিশোর আদালতে চলছে।
মামলার এজাহার থেকে জানা যায়, লাজু, রায়হান ও কিশোর সবুজ ২০১১ সালের ২০ মার্চ সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র স্বপনকে বাড়ি থেকে ডেকে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ ও মুখে বিষ ঢেলে হত্যা করে।
ওইদিন স্বপনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান ওই বছর ৩ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রোববার দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ