Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট মহানগরীর তারাপুর চা বাগান এলাকায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী আবদুল্লাহ অন্তরকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
আবদুল্লাহ অন্তরের বাড়ি রাজশাহীতে। তারাপুর চা বাগান সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
পুলিশ জানায়, আবদুল্লাহ অন্তর যে ভাড়া বাসায় থাকতেন, ওই বাসার মালিক সানির সঙ্গে তার বিরোধ ছিল। মালিক কয়েকবার বলার পরও অন্তর ওই বাসা ছাড়ছিলেন না। এ নিয়ে আজ অন্তরের ওপর হামলা চালানো হয়। অন্তরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
স্থানীয়রা আবদুল্লাহ অন্তরকে উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমতউল্লাহ জানান, এ ঘটনায় ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ