Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ভুমিদস্যুদের ড্রেজারে উত্তেজিত জনতার আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৭:০৮ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ভূমিদস্যুদের দুইটি ড্রেজারে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে।এসময় মাটি কাটার তিনটি ভেকু ভাংচুড়র করে সেগুলোকে ধবংস করে ফেলা হয়। এই ঘটনাটি ঘটেছে আজ রবিবার(১মার্চ) দুপুর ১টায় কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি ও চরখাড়াকান্দি এলাকায়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান,দীর্ঘদিন যাবত এলাকার একটি প্রভাবশালী ভূমি দস্যুচক্র খাড়াকান্দি ও চড়খাড়াকান্দি এলাকায় ড্রাম ড্রেজার ও ভেকু দিয়ে দোলেশ্বর নদীর পাড়ে সরকারী ও সাধারন মানুষের কৃষি জমি থেকে জোড়পুর্বক মাটি কেটে আসছিল। তারা এই মাটি ট্রাক ভর্তি করে অন্যত্র বিক্রি প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল। ভুক্তভোগী এলাকাবাসী ওই ভূমি দস্যুচক্রটিকে মাটি কাটায় বারবার বাঁধা দিয়েও তারা ব্যার্থ হন। এতে ক্ষতিগ্রস্ত নীরিহ এলাকাবাসী তার কাছে ভূমিদস্যূ চক্রটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি খাড়াকান্দি ও চড়খাড়াকান্দি এলাকায় পরিদর্শনে যান। এসময় তার উপস্থিতি টের পেয়ে ভূমি দস্যূচক্রটি পালিয়ে যায়।তিনি ওই এলাকা পরিদর্শন করে চলে আসার পরে ভুক্তভোগী উত্তেজিত জনতা দুইটি ড্রাম ড্রেজারে আগুন ধরিয়ে দেন এবং তিনটি ভেকুতে ব্যাপক ভাংচুর চালিয়ে ভেকু তিনটি সম্পুর্নভাবে ধবংস কর ফেলেন।তিনি আরো জানান, ভূমি দস্যুরা যাতে সাধারন মানুষের জমি ও সরকারি জমি কাটতে না পারে সেজন্য প্রতি সপ্তাহেই তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ