Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ঝাঁক তারকাদের নিয়ে ‘এটা আমাদের গল্প’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৫:১৮ পিএম

কলকাতা-বাংলাদেশের এক ঝাঁক তারকাদের নিয়ে কলকাতায় নির্মাণ হচ্ছে নতুন ছবি। নাম ‘এটা আমাদের গল্প’। এরইমধ্যে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন মানসী সিনহা। প্রযোজনা করছেন র্শর্মিষ্ঠা ঘোষ এবং দীপংকর ব্যানার্জি।

টিভি পর্দার জনপ্রিয় তারকা তারিন, অভিনেতা-কোরিওগ্রাফার গৌতম সাহা ও ভারতের কণিনীকা ব্যানার্জি, অপরাজিতা, সঞ্জীব শর্মা, খরাজ মুখার্জিসহ অনেকে ছবিটির কাজ শুরু করেছেন।

বাংলাদেশের মডেল-নৃত্যশিল্পী বারিশ হক এবং মাহবুব আহসানও এ ছবির কাজে অংশ নিবেন। ভারতের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ও সংস্করি হাউজের প্রযোজনায় এ ছবিতে বাংলাদেশ ও কলকাতার বেশকিছু অভিনয়শিল্পীরা কাজ করছেন।

অভিনেতা গৌতম সাহা জানান, বেশ ভালোভাবে এ সিনেমার বিভিন্ন সিক্যুয়েন্সের কাজ চলছে। তারিনও এ ছবির শুটিং বেশ উপভোগ করছেন। তারিনের বিপরীতে এ ছবিতে অভিনয় করছেন দেবদূত ঘোষ। তিনি কলকাতার দুই পর্দার অভিনেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ