বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে প্রধান নদ-নদীর পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ৬ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময়ে পানি কমেছে দুধকুমারে ৬ ধরলায় ১০ সেন্টিমিটার।
ব্রহ্মপুত্র অববাহিকার ৬টি উপজেলার প্রায় দুই শতাধিক দ্বীপচর ও চরগ্রামের বেশীরভাগ এলাকা প্লাবিত রয়েছে। এসব এলাকায় অন্তত ৭০ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। অনেকে ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়। সদর উপজেলার রলাকাটা, ঝুনকারচর, চর পার্বতীপুর, ভগবতিপুর উলিপুরের গুঁজিমারী ও দাগারকুঠিসহ কয়েকটি চরে ব্যাপক ভাঙনের শিকার হয়ে ঘর-বাড়ি হারিয়েছেন আরো শতাধিক পরিবার।
ঈদের আগে দুস্থ পরিবারগুলোর জন্য পরিবারপ্রতি ২০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হলেও অনেকে তা পাননি। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তরা দুর্ভোগে থাকলেও এখনও কোন ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন।
জেলা ত্রাণ বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের জন্য ৪ লাখ ২২ হাজার ৪৮৭ জনকে ২০ কেজি করে ৮ হাজার ৪৪৯ দশমিক ৭৪০ মে.টন চাল বিতরণ করা হয়েছে। বন্যার্তদের জন্য এখনো কোন বরাদ্দ আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।