Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমেছে বাণিজ্য ঘাটতি

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : রফতানি আয়ে তুলনামূলক ভালো প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বিদেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে আমদানি ও রফতানি পার্থক্য অর্থাৎ বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫২৭ কোটি ডলার। গত অর্থবছরের (২০১৪-১৫) একই সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ৫৮৭ কোটি ডলার। অর্থবছরের ৯ মাসে বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের চেয়ে বেশি ছিল। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ লেনদেনের ভারসাম্য বিষয়ক প্রতিবেদনের এ পরিসংখ্যান দেওয়া হয়েছে। এফওবি (পরিবহন এবং জাহাজীকরণ ব্যয় ছাড়া) ভিত্তিতে আলোচ্য ১০ মাসে আমদানি ব্যয় হয়েছে ৩ হাজার ২২৫ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৪ দশমিক ৮১ শতাংশ বেশি। অন্যদিকে রফতানি আয় হয়েছে ২ হাজার ৬৯৮ কোটি ৮০ লাখ ডলার। রফতানি আয় বেড়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ। বিদেশের সঙ্গে লেনদেনে বাংলাদেশের অনুকূলে উদ্বৃত্ত বাড়ছে। আলোচ্য সময়ে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩১৩ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ২২০ কোটি ৮০ লাখ ডলার। আর সামগ্রিক ভারসাম্যে ৩৯৭ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত রয়েছে। আগের মাস মার্চ শেষে যা ছিল ৩৫৩ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের ১০ মাসে ছিল ৩২৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রেমিট্যান্স কিছুটা কমলেও রফতানি খাত তুলনামূলক শক্তিশালী থাকা ও আমদানি ব্যয় পরিমিত থাকার কারণে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেল ও অন্যান্য পণ্যের দাম কম থাকায় আমদানির জন্য কম ব্যয় হচ্ছে। এটিই লেনদেনের ভারসাম্যের স্বস্তিদায়ক অবস্থার মূল কারণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমেছে বাণিজ্য ঘাটতি

১০ জুলাই, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ