Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মিথ্যে প্রেম’ করছেন অপূর্ব-তানহা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৫ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি হলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। একসঙ্গে কাজ করছেন নতুন একটি নাটকে। নাম ‘মিথ্যে প্রেম’।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটি পরিচালনা করছেন সোহেল আরমান। সদ্য শেষ হওয়া এই নাটকটিতে অপূর্ব প্রথমবারের মত জুটি বেঁধেছেন অপূর্ব ও তানহা তাসনিয়া।

নাটকটি নিয়ে তানহা বলেন, ‘দারুণ গল্প। স্যাড-রোমান্টিক কাহিনীর এ কাজটি করে ভালো লাগছে। এতে আমি অপূর্ব ভাইয়ের বিপরীতে অভিনয় করছি। উনার সব কাজই আমার পছন্দের। পছন্দের সহশিল্পীর সঙ্গে কাজ করে আমি আনন্দিত।’

অপূর্ব বলেন, ‘আরমান ভাইয়ের পরিচালনায় কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্পটি রোমান্টিক ও থ্রিলার ঘরনার। আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া তানহার সঙ্গে এটি আমার প্রথম কাজ। দর্শকদের ভালো লাগবে।’

অপূর্ব-তানহা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন ফায়াজ ববি, পলাশ, রেশমি ও লিমা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ