পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্যক্তি পরিচয় দেখে কাজ করে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির মাত্রা বিবেচনায় অনুসন্ধান ও তদন্ত কর।ে ব্যক্তি পরিচয় ও অবস্থান কখনো বিবেচনায় নেয় না। এ দাবি করেছেন সংস্থাটির সচিব মুহাম্মদ দিরোয়ার বখত। গতকাল বুধবার টিআইবি’র প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ দাবি করেন। এর আগে গত মঙ্গলবার দুদক সম্পর্কে প্রকাশিত টিআইবি’র প্রতিবেদনে বলা হয়, দুদক বিরোধী দলের রাজনীতিকদের হয়রানি এবং ক্ষমতাসীন দল ও জোটের রাজনীতিকদের প্রতি নমনীয়তা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মুহাম্মদ দিলোয়ার বখত আরো বলেন, দুদক কারও উদ্দেশ্যে ব্যবহার হয় না। ক্ষমতাসীন দলের লোকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে দুদক। কমিশন নিজেদের সিদ্ধান্তে চলে, স্বচ্ছতার সঙ্গে কাজ করে। কারও ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেটাও খেয়াল রাখে দুদক। ক্ষমতাশালী ও প্রভাবশালীদের সম্পদের হিসাব নেয়ার বিষয়েও দুদক কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।