Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে ইউএনও-এসিল্যান্ড অফিসের কর্মচারীদের কর্মবিরতি

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে ৩ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা। পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে। কর্মবিরতি চলাকালে বক্তৃতা করেন মির্জাপুরের ইউএনও’র গোপনীয় সহকারী (সিএ) আব্দুল হালিম, প্রধান সহকারী নজরুল ইসলাম, হিসাব সহকারী স্বপন সরকার, অফিস সহকারী রত্মা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মো. মাজহারুল ইসলাম প্রমুখ। এদিকে উপজেলার গুরুত্বপপূর্ণ দুই অফিসের কর্মচারিরা কর্মবিরতি শুরু করায় সেবাপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএনও

১৭ নভেম্বর, ২০২১
৮ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ