Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কলকাতার দমদম আন্তর্জাতিক নাট্য উৎসবে নাটক শেখ সাদী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আগামী ২৮ ফেব্রয়ারি ভারতের কলকাতায় দমদম আন্তর্জাতিক নাট্য উৎসবে মঞ্চায়িত হবে চন্দ্রকলা থিয়েটারের ১৮তম মঞ্চনাটক পারস্যের মহাকবি শেখ সাদীর জীবন ও কর্ম আশ্রীত নাটক ‘শেখ সাদী’। নাটকটি রচনায় অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা ও নাম ভ‚মিকায় একক অভিনয়ে এইচ আর অনিক। ইতিমধ্যে দিল্লী আন্তর্জাতিক নাট্য উৎসবে শেখ সাদী নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ও নির্দেশকের অ্যওয়ার্ড পেয়েছেন অনিক। নাটকটির কাহিনী এক ঐতিহাসিক মূহুর্তকে ঘিরে। দিল্লীর যুবরাজ তাঁর সময়কালে এক বিশ^ কবি সম্মেলনের আয়োজন করেন যেখানে মূখ্য কবি হিসাবে আমন্ত্রন পান শেখ সাদী। শেখ সাদীর প্রিয় বন্ধু দিল্লীর কবি আমীর খসরু আমন্ত্রন পত্র রচনা করেন এবং শেখ সাদীর আগমন নিশ্চিত করতে তাকে আহŸান জানান। রাষ্ট্রীয় সম্মান এবং বন্ধুর আহŸানে উৎফুল্ল শেখ সাদী সম্মানিত এবং আনন্দে আপ্লুত হলেও বার্ধক্যজনিত কারনে বিগত সময়ে একাধিকবার দিল্লী ভ্রমন করলেও সেবার সে আমন্ত্রনে সাড়া দিয়ে দিল্লী আসতে পারেনি। এইচ আর অনিক বলেন, দমদম আন্তর্জাতিক নাট্য উৎসবে শেখ সাদী নাটকটি মঞ্চায়নের সুযোগ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। গর্বিত এই কারণে সেখানে আমি বাংলাদেশকে সম্মানের সাথে তুলে ধরতে পারবো। নাট্য উৎসবে অনেক গুণীজন উপস্থিত থেকে নাটকটি দেখবেন এটা আমার জন্য খুবই আনন্দের। নাটকটির প্রযোজনা অধিকর্তা-মামুনুর রশীদ, সংগীত-হামিদুর রহমান পাপ্পু, মঞ্চ-ফজলে রাব্বি সূকর্ণ, শিল্প নির্দেশনা-সুজন মাহাবুব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ