বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে গিয়ে সামিউল (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের বংশাই নদীর রামপুর টেংরাপাড়া ঠাকুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সামিউল পার্শ্ববর্তী বাসাইল উপজেলার বাসাইল উত্তরপাড়া গ্রামের ফরিদ হোসেন খানের ছেলে। সে বাসাইল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সকালে বাসাইল উপজেলার হাবলা দক্ষিনপাড়া গ্রাম থেকে ৩৫/৪০ জনের একদল যুবক নৌকা ভ্রমণে বের হয়ে দুপুরে ওই এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে ওই যুবক নদীর পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
তরফপুর গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মাসুদ রানা জানান, দেড় ঘণ্টা ধরে জাল ও ডুবিয়ে খুঁজা হচ্ছে কিন্তু খুঁজ পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার আসাদুল ইসলাম বলেন, খবর পেয়েছি। দমকল টিম পাঠানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।