Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আতঙ্কে ইতালির ভেনিস উৎসব বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৬ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ইতালিতে ভেনিস উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের দু'দিন আগেই রোববার উৎসব বন্ধের ঘোষণা দেয় দেশটি। খবর বিবিসির। ইউরোপের মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাই এর প্রাদুর্ভাব ঠেকাতে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে করোনায় ইতালিতে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫২ জনে দাঁড়িয়েছে।
ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই ৫০ হাজার মানুষের ১০টি শহর বন্ধ করে দেয়া হয়েছে। এসব শহরের জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। স্কুল, বার, চার্চ, সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যেতে নিষেধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ