Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩১ সে.মি. উপরে

প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ৫ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ দিকে নুনখাওয়া পয়েন্টে দুধকুমার নদীর ১ সেমি বাড়লেও ধরলা নদী ৪ সে.মি. এবং তিস্তা নদী ৯সে.মি. পানি কমেছে।
ব্রহ্মপুত্র অববাহিকার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার দেড় শতাধিক দ্বীপচর ও চরগ্রাম নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে চরের সব রাস্তা ও আবাদী জমি। গত ২ দিনে চরাঞ্চলের বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙনে অন্তত ৭০টি পরিবার গৃহহীন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ