Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে রাবের চেকপোস্টে অস্ত্র-গুলিসহ যুবক আটক

প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব অনলাইন ডেস্ক : শুক্রবার দুপুরে রাজধানীর ফকিরেরপুল এলাকা থেকে চেকপোস্টে তল্লাশির সময় ৩টি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলিসহ মো. সাইফুল ইসলাম নামে এক জনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার তথ্য নিশ্চিত করেন।
রাবের এ কর্মকর্তা বলেন, ফকিরের পুল এলাকায় রাবের চেকপোস্টের কাছ দিয়ে যাবার সময় সাইফুলের গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি রিভেলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সাইফুলকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে গোলাম সারোয়ার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ