পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ১২তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার (২৩ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আইবিবির প্রেসিডেন্ট ফজলে কবির প্রধান অতিথি থেকে ২০১৬ ও ২০১৭ সালে অনুষ্ঠিত ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩ জনকে স্বর্ণ পদক, ৯ জনকে রৌপ্য পদক এবং ৩২ জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লি. থেকে স্বর্ণ পদক এবং বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক লি. থেকে রৌপ্য পদক এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিষয়ওয়ারী নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ইনস্টিটিউটের কাউন্সিলের সদস্যরা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা, ইনস্টিটিউটের ফেলো, পুরস্কার বিজয়ীরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিবি’র মহাসচিব মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।