পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান বলেছেন, ইসলামী ব্যাংক ৩৬ বছর অতিক্রম করছে। ১৯৮৩ সালের ৩০ মার্চ প্রতিষ্ঠিত ব্যাংকটি ইতোমধ্যে বিশ্বের শীর্ষ ১ হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান করে নিয়েছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতি বছর ট্যাক্স ও ভ্যাট বাবদ ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ অর্থ সরকারি কোষাগারে যোগান দিচ্ছে এবং দেশের সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণ করছে। সোয়া কোটি গ্রাহকের আস্থা, দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশীয় ও আন্তুর্জাতিক পুরষ্কার অর্জনসহ ব্যাংকিং সেক্টরে মডেল হিসেবে কাজ করছে।
গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর মো. সাইফুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও সৈয়দ আবু আসাদ এবং এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।