বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাভার্ড ভ্যান থেকে রফতানি পণ্য চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ৪ হাজার ৬৫৭ পিস শার্ট ও ১ হাজার ৫২০ পিস প্যান্ট উদ্ধার করা হয়।
গতকাল সিএমপি থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন (৩১), মো. ইউসুফ (৩৫), মো. তাজুল ইসলাম হাসান (২২), মো. রুবেল হোসেন (২০), মো. সুমন (১৯), মো. বোরহান (২৬), মো. নুরু নবী প্রকাশ সোহাগ (৪০), মো. মাসুদ (৩০), মো. মাহাবুবর রহমান প্রকাশ শাওন (৩২) ও মো. সাইফুল ইসলাম প্রকাশ রিপন (২৩)।
পুলিশ জানায়, এসব পণ্য রফতানির জন্য কাভার্ডভ্যানে করে ঢাকার সাভার থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হচ্ছিল। আসামির কয়েকজন কাভার্ডভ্যানের হেলপার হিসেবে চাকরি করে। এর আড়ালে তারা কাভার্ডভ্যান থেকে পরিবহনের সময় রফতানিযোগ্য পণ্য চুরি করে বাইরে বিক্রি করে। ইপিজেড থানার সামনে কাভার্ডভ্যান থেকে চুরি করার সময় হাতেনাতে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যে এসব রফতানি পণ্য উদ্ধার করে জড়িতদের গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।