বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব অনলাইন ডেস্ক : নাটোরের বরাইগ্রাম উপজেলায় মাইক্রোবাস উল্টে খাদে পড়ে মেহেদী হাসান নামে ছাত্রলীগের এক নেতাসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বরাইগ্রাম উপজেলার রেজুর মোড়ে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া (ফকিরপাড়া) গ্রামের আহাদ আলী মণ্ডলের ছেলে। তিনি গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নিহত অন্যজন হল শাহাবুদ্দিন।
আহতরা হল-খাকরাদহ গ্রামের শরিফুল ইসলাম, আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুর রহিম, চাঁদ প্রামাণিকের ছেলে মিন্টু। এদের সবাই ছাত্রলীগের কর্মী। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরাইগ্রাম থানা ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে চার সহপাঠীকে নিয়ে মাইক্রোবাসে করে গুরুদাসপুরের নয়াবাজার থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন মেহেদী। বরাইগ্রামের রেজুর মোড় এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মেহেদি হাসানসহ ৫জন আহত হয়। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ছাত্রলীগ নেতা মেহেদি হাসানকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এছাড়া বরাইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করে।
এর আগে ২০১৪ সালের ২০ অক্টোবর এই রেজুর মোড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।