Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের বেলতলীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:৪৩ পিএম, ৫ জুলাই, ২০১৬

ইনকিলাব অনলাইন ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলীতে আজ সকালের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা এখন ১১।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলীতে একটি যাত্রী বহনকারী পিকআপ ভ্যান বাসের ধাক্কায় খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় ১৫ জন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম সকালে জানান, ময়মনসিংহ সদর উপজেলার বেলতলীতে ময়মনসিংহগামী একটি পিকআপকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারীসহ ৫ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ