Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে ‘বী-মিউজিক’-এর ‘২১ মানে শহীদ মিনার’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৩ পিএম

সঙ্গীত মানে মনে খোরাক। হৃদয়ে কম্পন জাগানো ঢেউ। তবে কালের স্রোতে অযাচিত বাদ্য-বাজনায় যেন অনেকটা ম্লান হতে চলছিল শিল্পটি। কিন্তু সে সময়ই শ্রোতার হৃদয়ের আকাঙ্খা পূরণের নিলাম যেন এককভাবে কিনে নিয়েছে ‘বী-মিউজিক’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে ‘বী-মিউজিক’-এর ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে একুশের গান-‘২১ মানে শহীদ মিনার।’

‘একুশ আবার ফিরে এলো, শিশির সিক্ত ঘাসে’-গানের প্রথম লাইনটিই যেন হৃদকম্পনটি ঢেড় বাড়িয়ে দেয়। একুশের মাহাত্ব্য এক গানেই পুরোটা বুঝিয়ে দিয়েছেন সঙ্গীত পরিচালক মিঠু রোহান। এছাড়া গানটির কথা লিখেছেন লিটন ঘোষ জয়, সুর করেছেন রাজু ডিয়ান। চমৎকার এই গানে কণ্ঠ দিয়েছেন রাজু ডিয়ান, প্রজ্ঞা, রিতু, মনির, আলীম, সাঈদ শাহরিয়ার এবং মিঠু রোহান। গানটির ভিডিও নির্মাণ করেছেন মাইনুল ইসলাম।

ইনকিলাবের সাথে আলাপকালে গানটি সম্পর্কে সঙ্গীত পরিচালক মিঠু রোহান বলেন, ‘সত্যি বলতে কি, একুশে ফেব্রুয়ারীতে মাতৃভাষার জন্য আমার ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল বলেই ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর সেই একুশকে নিয়ে কোন গানের সংগীত আয়োজন করতে পারার আনন্দকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

সঙ্গীত পরিচালক মিঠু রোহান

এছাড়া কণ্ঠশিল্পী রাজু ডিয়ান বলেন, ‘ভাষা দিবসকে নিয়ে এমন একটি গানের সুর করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার তাদের জন্য উৎসর্গ করে এমন একটি কাজ করতে পারা আমার জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার।’

এই গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন তারা খুবই আগ্রহ উদ্দীপনা নিয়ে কাজটি করেছে। একুশে ফেব্রুয়ারীতে প্রকাশ পাচ্ছে গানটি। ইতিমধ্যেই গানটি চলছে ব্যাপক আলোচনা। তবুও চুড়ান্ত রায় মূল শ্রোতাদের কাছ থেকেই পাওয়া যাবে।

এরআগেও মিঠু রোহানের ‘নিজের চরকায় তেল দাও’, ‘পরী’, বোঝাবো কি করে’, ‘দু:খ’-সহ বেশকিছু গান বাজারে এসেছে। জনমানে তা ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন এই সঙ্গীত পরিচালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ