পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে বছরে ৩৩ লাখ মেট্টিক টন পেঁয়াজ ও ৬ দশমিক ৫৫ মেট্টিক টন রসুনের চাহিদা রয়েছে। এরমধ্যে ২৩ দশমিক ৩০ লাখ মেট্টিক টন পেঁয়াজ ও ৬ দশমিক ১৩ লাখ মেট্টিক টন রসুন দেশে উৎপাদন হয়।
জাতীয় সংসদে গতকাল সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, পেঁয়াজ উৎপাদনের ১৮টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১৩১টি ৯৮ লাখ টাকা সহায়তা প্রদান করার পদক্ষেপ নেয়া হয়েছে। রাজস্ব খাতের আওতায় ২৮৪০টি প্রদর্শনীর মাধ্যমে কৃষকের ৩৯২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের পরিকল্পনা নেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ডাল, তেল, ও মসলা বীজ সরবরাহসহ পেঁয়াজ চাষে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুনসহ দেশে উৎপাদনযোগ্য সকল ফলসের উৎপাদনে সরকারের প্রণোদনার মাধ্যমে ভর্তুকি প্রদান করা হচ্ছে। পেঁয়াজ উৎপাদনে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।