পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনালী ব্যাংক লিমিটেডের ওভারস্টে ফিস গ্রহণ এবং মুদ্রা বিনিময় বুথ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিমানবন্দরের অভ্যন্তরে উদ্বোধন করেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এবং সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। সোনালী ব্যাংকের বিমানবন্দর শাখা অধীনে ওভারস্টে ফিস গ্রহণ এবং মুদ্রা বিনিময় বুথ যাত্রীদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। এ সময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।