বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : দিনাজপুরে স্ত্রী এবং ৪ বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছে সোহরাব আলী ভুট্টু নামে এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ঘাতক সোহরাব আলীকে আটক করেছে। আজ সোমবার সকালে লাশ মর্গে পাঠানো হয়।
জানা যানা যায়, গত রাত ১২টার দিকে দিনাজপুর দক্ষিণ কোতয়ালী ১০ নম্বর কমলপুর ইউপির দক্ষিণ জয়দেবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেজওয়ানুল রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেতে পারে। সোহরাব নেশায় আসক্ত। ঘাতক সোহরাব আলী ভুট্টু (৩৫) প্রথমে ঘুমন্ত অবস্থায় স্ত্রী বকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে ৪ বছরের শিশুকন্যা রিনাকে একই অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় শিশুটি চিৎকার দেয়। তখন বাড়ির অন্যান্য লোকজন টের পায় এবং ঘাতক সোহরাবকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুট্টুকে আটক করে। লাশদু’টি সুরতহালের পরে আজ সোমবার সকালে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
সোহরাব আলী ভুট্টু ১০ নম্বর কমলপুর ইউপি’র দক্ষিণ জয়দেবপুর গ্রামের হেদায়েতুল্লাহ সরকারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।