Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : নিহত ২

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালের ভুরঘাটা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ যাত্রী।
নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুয়া এলাকার মনিরুল ইসলামের ছেলে রনি হাওলাদার (২২) ও একই এলাকার কবির খলিফার ছেলে বেল্লাল হোসেন (২৩)।
আজ সোমবার ভোরে বরিশালের ভুরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই মাইক্রোবাস ভাড়া করে ঢাকা থেকে বরিশালে যাচ্ছিলেন কয়েকজন। ভোরে মহাসড়কের ভুরঘাটা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় মাইক্রোবাস।
এতে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এ কে এম কুদরত ই খুদা সোহেল ওই দুইজনকে মৃত ঘোষণা করেন।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ