Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানীনগরে বসন্ত উৎসব

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নওগাঁর রানীনগরে বসন্ত উৎসব পালিত হয়েছে। গতকাল বৃস্পতিবার দুপুর থেকে নওগাঁর রানীনগর উপজেলার রানীনগর সরকারী মহিলা কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্ত উৎসব পালন শুরু হয়। রানীনগর সরকারী মহিলা কলেজের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং বসন্তের গান পরিবেশনের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন ১৪২৬ শুরু করেন রানীনগর সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা। এরপর দলিয় সঙ্গীত, একক সঙ্গীত, নাচসহ নানা আয়োজনে বসন্ত উৎসব পালিত হয়। অনুষ্ঠানে রানীনগর সরকারী মহিলা কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ