Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিববর্ষে ২২ ভিক্ষুককে গাভী প্রদান

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মুজিব শতবর্ষ উপলক্ষে ভিক্ষুকের হাতকে সবল কর্মী হাতে পরিনত করার প্রত্যয়ে তাদের সাবলম্বী করে তুলতে দেয়া হলো গাভী ও দোকান ঘর ও সামগ্রী। গত বুধবার বিকালে পাবনা সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে ভিক্ষুদের ভিক্ষাবৃত্তি ছেড়ে সাবলম্বী করার লক্ষ্য উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা এই অনুষ্ঠান। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক বলেন, যে ২২ জন ভিক্ষুকে প্রথম পর্যায়ে গাভী ও দোকান ও সামগ্রী দেয়া হলো, তাদের যেন সত্যিকার একজন কর্মীর হাতে পরিনত হয়। তাদের মধ্যে গাভী ও দোকান ঘর ও সামগ্রী দেয়া হয়েছে বিবেচনা করেই। নগদ টাকা দেয়া যেতো সেই টাকা তারা খরচ করে ফেলতেন, কাজে আসতো না। গাভী ও দোকান ঘর পাওয়া ২২ জন নারী-পুরুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, এখন থেকে আমরা আর ভিক্ষা করবো না, গাভী পালন করে এবং দোকানের সামগ্রী বিক্রি করে তাই দিয়ে চালাবো সংসার। সভাপতি তার বক্তব্যে বলেন, যাদের মধ্যে ২১টি গাভী ও একটি দোকান ঘর দেয়া হয়েছে তাদের মনিটরিং করার ব্যবস্থা থাকবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আমন্ত্রিত অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবীর, ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ