রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোরের বেনাপোল ও গাতিপাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক ২টি পুকুর থেকে একাধিক মাদক মামলার আসামি মঈন ও শিশু মাসুদের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঈন (৩৫) বেনাপোল ভবারবেড় গ্রামের আব্দুস সালামের ছেলে। শিশু ওমর ফারুক মাসুদ (৩) গাতিপাড়া গ্রামের মজনু হোসেনের ছেলে। বাড়ির পাশে খেলা করতে যেয়ে একটি পুকুরে পানিতে ডুবে মারা যায় ।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, বেনাপোল ভবারবেড় গ্রামের একটি পুকুরে মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। তাকে উদ্ধার করে নাভারনে হাসপাতালে নিলে ডাক্তার মঈনকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তবে তার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি। ময়না তদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পোস্টমাটামের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।